স্টাফ সিলেকশন কমিশনের অধীনে মাল্টি টাস্কিং স্টাফ এবং সেন্ট্রাল বোর্ড সার্ভিস টাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) ও সেন্ট্রাল বুরো অফ নারকটিস (CBN) এর অধীনে হাভালদর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
আবেদনকারীর বয়স : এম.টি.এস – ১৮ -২৫ বছর এবং রেভিনিউ বিভাগে হাবালদার এর বয়স – ১৮-২৫ বছর হতে হবে।
হাবালদার – ১৮ – ২৮ বছর।
আবেদনের সময়সীমা :
১৮ই জানুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি।
শূন্য পদ :
MTS – ১০৮০০ জন (অনুমান ভিত্তিক)
Havaldar – ৫২৯ জন
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বৈধ বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য : ১০০/- অনলাইন কিংবা অফলাইন চালান কেটে জমা দিতে হবে।
পরীক্ষার কেন্দ্র : পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলো হলো
শিলিগুড়ি ( 4415)
কলকাতা (4410)
দুর্গাপুর (4426 )
কল্যানী (4419)
বর্ধমান(4404)
গ্যাংটক(4001)
আসানসোল ( 4417)
সিলেবাস :
সেকশন -১
1. Numerical and Mathametical Ability – 60 marks.
2. Reasoning Ability & Problem Solving -60 marks.
সেকশন -২
1. General Awareness -75
2. English Language & Comprehension -75 marks
হাবালদার : ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)
যোগ্যতা –
পুরুষ : ১৫ মিনিটে ১৬০০ মিটার পূর্ণ করতে হবে।
মহিলা : ২০ মিনিটে ১০০০ মিটার পূর্ণ করতে হবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PET)
পুরুষ –
উচ্চতা ১৫৭.৫ সেমি, বুক – ৮১ সেমি।
মহিলা –
উচ্চতা ১৫২ সেমি, ওজন – ৪৮ কেজি।
নির্বাচন পদ্ধতি :
1.কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) (ইংরেজি, বাংলা এবং হিন্দি সহ ১৩ টি ভাষা তে দেওয়া যাবে )
2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
3. ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)( শুধু মাত্র হাবালদার এর জন্য)
4. মেডিকেল পরীক্ষা।