Home » জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে ইঞ্জিনিয়ার ছাড়া আর কি হতে পারবেন !!

জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে ইঞ্জিনিয়ার ছাড়া আর কি হতে পারবেন !!

by Samim Ahamed

উচ্চ মাধ্যমিকের পরে স্টুডেন্টস ও অভিভাবক রা উভয়েই চিন্তিত থাকেন যে বাচ্চা কে কি পড়াবেন আর কি পড়াবেন না ! আপনার বাচ্চারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর মাধ্যমে বিভিন্ন এক্সাম এ অংশগ্রহণ করতে পারবে।

১. WBJEE – (ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন)

২. JENPAS(UG) – ( জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং , প্যারামেডিকেল এন্ড অ্যালাইড হেল্থ সাইন্সেস (আন্ডার গ্রাজুয়েট কোর্স)

৩. JELET – ( জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটেরাল এন্ট্রি ইন টু বি.ইঞ্জিনিয়ারিং, বি. টেক, বি. ফার্ম)

৪. JECA – (জয়েন্ট এন্ট্রান্স ফর অ্যাডমিশন ইন টু এমসিএ কোর্স)

৫. Anm & Gnm – (জয়েন্ট এন্ট্রান্স ফর এ.এন.এম এবং জি.এন.এম)

৬. JEMscN – ( জয়েন্ট এন্ট্রান্স ফর এম.এস.সি নার্সিং)

৭. JEPBN – ( জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং কোর্স)

৮. JEMAS (PG) – (জয়েন্ট এন্ট্রান্স ফর মেডিক্যাল & অ্যালাইড সাইন্স পোস্ট গ্রাজুয়েট কোর্স)

৯. PUBDET – ( প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রী এন্ট্রান্স টেস্ট)

১০. PUMDET – ( প্রেসিডেন্সি ইউনভার্সিটি মাস্টার ডিগ্রী এন্ট্রান্স টেস্ট).

উপরিউক্ত এন্ট্রান্স টেস্ট গুলো দিলে বিভিন্ন প্রফেশনাল কোর্স গুলি করতে পারবেন, যার ফলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

You may also like

Leave a Comment