Home » মাধ্যমিক পাশে ৪০৮৮৯ পদে গ্রামীণ ডাক সেবক

মাধ্যমিক পাশে ৪০৮৮৯ পদে গ্রামীণ ডাক সেবক

by Samim Ahamed

ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন গভর্মেন্ট অফ ইন্ডিয়া এর অধীনে সারা ভারত জুড়ে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

আবেদনকারীর বয়স : ১৮ – ৪০ বছর বয়স পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:
১.নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
২. কম্পিউটার এর নলেজ থাকতে হবে।
৩. সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
৪. এলাকা সম্পর্কে নূন্যতম জ্ঞান থাকতে হবে।।

ডাক বিভাগে পদ :
১. ব্র্যাঞ্চ পোস্ট ম্যানেজার
২. অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট ম্যানেজার

মাসিক বেতন :
১২০০০ – ২৯৩৮০ টাকা (ব্র্যাঞ্চ পোস্ট ম্যানেজার)
১০০০ – ২৪৪৭০ টাকা ( অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট ম্যানেজার)

আবেদন মূল্য : ১০০/- টাকা

আবেদনের সময়সীমা : ২৭.০১.২০২৩ থেকে ১৬.০২.২০২৩

আবেদন প্রক্রিয়া : https://indiapostgdsonline.gov.in/


সার্চ করে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে শেষে আবেদন মূল্য দিয়ে  আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

You may also like

Leave a Comment