প্রতিবেদন টি লিখেছেন মাসুদুর রহমান,
🔴একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 60% পেলে কি এই স্কলারশিপ পাওয়া যায়?♦️এই স্কলারশিপটি শুরু হয় দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করার পর থেকে, এরপরে একাদশ শ্রেণিতে 60 শতাংশ নম্বর পেলে ও তা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদনের যোগ্য নয়, কারণ হলো একাদশ শ্রেণির সম্পূর্ণ পরীক্ষা নিজ নিজ স্কুলে সম্পন্ন হয়, তাই স্কলার্শিপ কতৃপক্ষ একাদশ শ্রেণি কে এই স্কলার্শিপ থেকে বঞ্চিত রেখেছে। পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পাস করার পর থেকে শুরু করে, যতদিন অব্দি পড়াশোনা চলবে ততদিন শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পেতে পারে।
🔺🔺বিশেষ দ্রষ্টব্য:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল বা ক্রমাগত পেতে হলে প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেতে হবে। তবে মাস্টার্স ডিগ্রিতে 53 শতাংশ নম্বর গ্রহণযোগ্য।
🔴কোন শিক্ষার্থী যদি কোন কারনে এক বছর ড্রপ বা পড়াশোনা ক্রমাগত চালিয়ে রাখতে না পারে তাহলে পরবর্তীতে পাবে?🔺 হ্যাঁ।কোন শিক্ষার্থী যদি কোন কারনে এক বছর ড্রপ বা পড়াশোনা ক্রমাগত চালিয়ে রাখতে না পারে তাহলে পরবর্তীতে, এই স্কলারশিপ আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে এই স্কলারশিপটি রেনুয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে।🔺যদি কোনো ছাত্রছাত্রী এক বছরেরও অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে উক্ত ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর এপ্লিকেশন করতে পারবে?♦️ না।যদি কোনো ছাত্রছাত্রী এক বছরেরও অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে উক্ত ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর এপ্লিকেশন করতে পারবে না।

♦️অবশ্য তারা নতুন কোন কোর্সে ভর্তি হলে সেক্ষেত্রে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে।স্বামী বিবেকানন্দ মেরিট-কাম স্কলারশিপ জন্য কী কী যোগ্যতা লাগবে?♦️অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।♦️পশ্চিমবঙ্গে অবস্থিত একটি প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা।♦️আড়াই লক্ষেরও কম বার্ষিক পারিবারিক আয়♦️আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তবে আপনাকে 60% নাম্বার পেয়ে 11 এ ভর্তি হতে হবে, এবং এখানে আবেদন করতে হবে।♦️আপনি যদি উচ্চমাধ্যমিক দিয়ে থাকেন তবে আপনাকে 60% নাম্বার পেয়ে ইউজির যে কোনো বিষয়ে অথবা মেডিক্যাল, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা বা আর যেসমস্ত কোর্স রয়েছে, সেখানে ভর্তি হতে হবে।♦️আপনি গ্র্যাজুয়েশন পাশ করলে। আপনাকে 53% নাম্বার পেতে হবে এবং পিজিতে ভর্তি হন তবে আপনি এখানে আবেদন করতে পারবেন।♦️যারা কন্যাশ্রীর K1 ও K2 পেয়েছে, তারা যদি পিজিতে 45%মার্কস পেয়ে ভর্তি হয় তবে তারাও আবেদন করতে পারবে।স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 এ কত টাকা পাওয়া যাবে ?বর্তমান কোর্স স্কলারশিপ♦️উচ্চমাধ্যমিক প্রতি মাসে 1000 টাকা।♦️Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical) প্রতি মাসে 1000 থেকে 5000 টাকা।♦️ডিপ্লোমা (পলিটেকনিক) প্রতি মাসে 1500 টাকা।♦️Postgraduation প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা।
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ(SVMCM) ডকুমেন্টস কী কী লাগে?
♦️লাস্ট পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)।♦️লাস্ট যোগ্যতা পরীক্ষার অ্যাডমিট কার্ড।♦️অরিজিনাল ইনকাম সার্টিফিকেট।♦️ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠা।♦️Domicile Certificate(রেশন কার্ড / ভোটার আইডি / আধার কার্ড ইত্যাদি)।♦️মাধ্যমিক পরীক্ষার Admit Card।♦️অনলাইনে ভর্তির রিসিভ।স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জন্য অনলাইনে কিভাবে আবেদন করবো?♦️প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ♦️তারপরে ‘ Registration‘ এ ক্লিক করুন।♦️এরপর ‘Apply for Fresh Application’ বোতামে ক্লিক করুন।♦️আপনাকে নিজের Name, Email, Phone Number, Date of Birth, ইত্যাদি সরবরাহ করে এই বৃত্তি অ্যাপ্লিকেশন পোর্টালে নিজেকে Registrationনিবন্ধন করতে হবে।
🔴এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা পরবর্তীকালে লগইন করার সময় কাজে লাগবে।♦️সফল registration পরে, আবেদনকারী একটি ‘Application ID পাবেন। যার সাহায্যে তিনি অনলাইনে লগইন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই পরবর্তী ব্যবহারের জন্য লিখতে হবে।♦️এরপর আবেদনকারীকে Application ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে। এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ড্যাশবোর্ডে ‘Edit Profile / Application’ বিকল্পে ক্লিক করতে হবে।♦️এখন অনলাইনে আবেদন ফরম সঠিকভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে। ♦️এরপর আবেদনকারীর স্ক্যান করা ছবি ও স্বাক্ষর ওয়েবসাইটে আপলোড করতে হবে। ♦️তারপর‘Save & Next’বাটনে ক্লিক করে পরবর্তী অংশে যান।♦️এরপর আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে। ♦️এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ‘Finalize Application‘ অপশনে ক্লিক করতে হবে।
🔴বিশেষ করে মনে রাখতে হবে,এই অপশনে ক্লিক করার পর আবেদনকারী আর কোন তথ্য edit করতে পারবে না।
🔺🔺Note – এই বৃত্তির জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইন। তাই অনলাইনে আবেদনের পর আপনাকে কোথাও কোন ডকুমেন্ট জমা দিতে হবে না। পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেধা-কাম-মাধ্যম বৃত্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ। ♦️এখন আবেদনকারী ড্যাশবোর্ডে তার application status দেখতে পারেন।
🔴যেভাবে renewal করবেন -♦️স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের Application ID ও Password (গত বছর অনলাইন আবেদনের সময় প্রাপ্ত) দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। ♦️এরপর উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।Note – উচ্চ মাধ্যমিক কোর্সে (একাদশ শ্রেণি), স্নাতক প্রথম বছর, অথবা পলিটেকনিকের প্রথম বর্ষে 60% নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি নবায়ন করার যোগ্য। স্নাতকোত্তর (পিজি) কোর্সের জন্য, প্রথম বছরে ন্যূনতম 50% নম্বর প্রয়োজন, তারপর পরের বছর পুনর্নবীকরণ করা যেতে পারে।Renewal করতে যে ডকুমেন্টস লাগবে -♦️ অনলাইন renewal জন্য আবেদন করার সময়, আবেদনকারীকে শেষ স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে।♦️♦️ যদি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হয়, তাহলে দুই সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে প্রয়োগ করতে হবে।স্বামী বিবেকানন্দ বৃত্তিতে নির্বাচন প্রক্রিয়াবৃত্তির অধীনে নির্বাচন পদ্ধতি নিচে উল্লেখ করা হল:-♦️প্রথমত, অনলাইন অ্যাপ্লিকেশনগুলি বাছাই করা হয়।♦️এগুলি প্রাথমিকভাবে প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর আয়ের মানদণ্ডের উপর ভিত্তি করে একটি ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয়।♦️সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে।♦️প্রার্থীদের জমা দেওয়া সমস্ত নথির প্রাপ্যতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।♦️অবশেষে, বৃত্তি তাদের নিজ নিজ অ্যাকাউন্টে সেন্ড করা হবে।কোনো রূপ সমস্যা হলে SVMCM কর্তৃপক্ষ্কে যেভাবে জানাবেন – SVMCM স্কলারশিপে কোন সমস্যা হলে, যোগাযোগ করার জন্য আপনি helpdesk.svmcm-wb@gov.in এ একটি ইমেইল পাঠাতে পারেন অথবা কল করতে পারেন 18001028014 (টোল ফ্রি)।