MBBS কী?
🔺MBBS অর্থাৎ Bachelor of Medicine, Bachelor of Surgery হল একটা একটা স্নাতক ডিগ্রী যেটা মেডিসিন এবং সার্জারির ওপর করা হয়। MBBS পাশ করলে তাঁকে জেনারেল ফিজিশিয়ান বলা হয়।
এরপর উচ্চতর স্তরে আপনি নির্দিষ্ট বিষয়ের উপর specialist হতে পারবেন
MBBS করতে কী কী যোগ্যতা লাগে?
🔺একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সায়েন্স থাকতে হবে।
সায়েন্সের কোন সাবজেক্ট গুলি অবশ্যই থাকতে হবে?
🔺 ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই থাকতে হবে।
MBBS এ ভর্তি হতে হলে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয়, হলে সেটা কি?
🔺 হ্যাঁ MBBS এ ভর্তি হতে হলে অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হয়। পরীক্ষাটির নাম হল NEET. এটি একটি সর্ব ভারতীয় পরীক্ষা।
উচ্চ মাধ্যমিক লেভেলে কি পরিমাণ নম্বর পেলে সে NEET এক্সামে বসতে পারবে?
🔺 জেনারেল ক্যাটেগরির স্টুডেন্টকে ৫০%
আর SC/ST/OBC দের ৪০%
NEET এ apply করতে গেলে বয়:সীমা কত?
🔺 সর্ব নিম্ন বয়স 17 বছর,
সর্বোচ্চ বয়স 25 বছর।
NEET এক্সাম কত মার্ক এর হয়?
🔺720 মার্কের মধ্যে NEET এক্সাম হয়।
NEET এ কত পেলে চান্স পাওয়া যায়?
🔺720 নম্বরের মধ্যে জেনারেলদের 550-600.
🔺SC,ST,OBC দের 450 -500 পেতে হয়।
NEET এ কোন বিষয় থেকে কত নম্বরে প্রশ্ন আসে?
🔺 ফিজিক্স 45
🔺কেমিস্ট্রি 45
🔺বায়োলজি 90
প্রতিটি প্রশ্নের মান কত?
🔺প্রতিটি প্রশ্নের মান 4 থাকে।
কোনো নেগেটিভ মার্কিং থাকে নাকি?
🔺হ্যাঁ একটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর মাইনাস হয়
MBBS কত বছরের কোর্স?
🔺 এটি মোট 5 বছর 6 মাসের কোর্স।
প্রথম 4 বছর 6 মাস নির্দিষ্ট সিলেবাসের ওপর পড়াশুনা শেষ করে 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। অর্থাৎ সিনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে বিভিন্ন হসপিটাল কিংবা নার্সিং হোম এ ডাক্তারি প্র্যাক্টিস করতে হবে।
ইন্টার্নশিপ করা কালীন এক বছর কি কোনো বেতন দেওয়া হয়?
🔺 হ্যাঁ, ইন্টার্নশিপের সময় বেতন দেওয়া হয়, এটাকে বেতন ঠিক বলা হয় না। স্কলারশিপ বলা যায়।কারণ এই টাকার ওপর সরকার কোনো tax নেয় না।
সর্বোচ্চ কত বেতন/স্কলারশিপ দেয়?
🔺সর্বনিম্ন মাসিক 10 হাজার টাকা আর
সর্বোচ্চ 25 হাজার।
MBBS কমপ্লিট করতে সর্বমোট কেমন খরচ হয়?
🔺NEET খুব ভালো rank করতে পারলে সরকারি কলেজ গুলোতে চান্স পাওয়া যায়।
সেক্ষেত্রে 50 হাজার থেকে 1 লাখ টাকা ভর্তি ফি নেয়। কিন্তু সর্বোচ্চ খরচ 5 লাখ থেকে 10 লাখ পড়ে যায়।
🔺বেসরকারি কলেজ গুলিতে 20 লাখ থেকে 1 কোটি পর্যন্ত খরচ হয়ে যায়। তবে কলেজ ভেদে, রাজ্য ভেদে এই খরচ কম হয়। বেসরকারি কলেজ গুলিতে যোগাযোগের ওপরও আপনার খরচ নির্ভর করবে।
MBBS এর সিলেবাস কী কী থাকে?
নিচে এমবিবিএস সিলেবাস উল্লেখ করেছি। এটি কলেজ বিশেষ পরিবর্তিত হতে পারে।
🔺সেমিস্টার-I
রোগ এবং চিকিত্সার মৌলিক বিষয়
লোকোমোটর সিস্টেম
মেডিকেল প্র্যাকটিস পরিচিতি I
মলিকুলার মেডিসিনের ভূমিকা
কোষ বিদ্যা
ভ্রূণবিদ্যা এবং হিস্টোলজির ভূমিকা
🔺সেমিস্টার-II
স্বাস্থ্য এবং পরিবেশ
স্নায়ুবিজ্ঞান 1 (পেরিফেরাল সিস্টেম)
বেসিক হেমাটোলজি
শ্বসনতন্ত্র
স্বাস্থ্যসেবা ধারণা
🔺সেমিস্টার-III
সাধারণ প্যাথলজি
এনভায়রনমেন্টাল প্যাথলজি
নিওপ্লাসিয়া
পুষ্টির ব্যাধি
বংশগত ব্যাধি
রোগ প্রতিরোধ ক্ষমতা
🔺সেমিস্টার-IV
সিস্টেমিক প্যাথলজি
এলিমেন্টারি সিস্টেম
হেমাটোলজি
সাধারণ লক্ষণ এবং লক্ষণ
হৃদয় প্রণালী।
🔺সেমিস্টার-V
বিশেষ প্যাথলজি
বৃদ্ধির ব্যাঘাত এবং নিওপ্লাসিয়া
ক্লিনিকাল প্যাথলজি
ইমিউনোপ্যাথোলজি
সাধারণ প্যাথলজি
🔺সেমিস্টার-VI
সংক্রামক রোগের এপিডেমিওলজি
প্রজনন এবং শিশু স্বাস্থ্য
অসংক্রামক রোগের এপিডেমিওলজি
🔺সেমিস্টার-VII
সংক্রামক রোগ
ইমিউন সিস্টেম, সংযোগকারী টিস্যু এবং জয়েন্টগুলির রোগ
পুষ্টিজনিত রোগ
হেমাটোলজি এবং অনকোলজি
জেরিয়াট্রিক রোগ
🔺সেমিস্টার-VIII
এন্ডোক্রাইন রোগ
মস্তিষ্কের মৃত্যু, অঙ্গ দান, অঙ্গ সংরক্ষণ
বিপাকীয় এবং হাড়ের রোগ,স্নায়ুতন্ত্র
জরুরী ঔষধ এবং গুরুতর যত্ন।
🔺সেমিস্টার-IX
স্নায়ুতন্ত্র,পরিবেশগত ব্যাধি, বিষক্রিয়া এবং সাপের কামড়,কিডনি রোগ
জরুরী ঔষধ এবং গুরুতর যত্ন
MBBS করার পর পেশা নির্বাচনের সুযোগ কী কী?
🔺ফিজিশিয়ান,এন্ডোক্রিনোলজিস্ট,প্যাথলজিস্ট,নিউরোলজিস্ট,কার্ডিওলজিস্ট,গাইনোকলজিস্ট,ইত্যাদি।
MBBS করার পর কী কী ডিগ্রী করা যায়?
(Post Graduate) স্তরে
🔺MS(Master of Surgery)
জেনারেল সার্জারী,অর্থোপেডিক্স,
অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি,অর্থলমলজি
অটোরিনোলরিঙ্গলজি ইত্যাদি
🔺MD(Doctor of Medicine
অ্যানাটমি,আনেস্থেসিয়া , আরস্পেইসমেডিসিন,বায়ো কেমিস্ট্রি,ডার্মাটোলজী, ই এন টি(নাক কান,গলা),জেনারেল সার্জারী ইত্যাদি।
🔺DNB (Diplomate National Board)
ডিপ্লোমা ইন ক্লিনিকাল প্যাথলজি
ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া
স্বাস্থ্য শিক্ষায় ডিপ্লোমা
ডিপ্লোমা ইন ইএনটি
ডিভিএলে ডিপ্লোমা
পেশাগত স্বাস্থ্য ডিপ্লোমা
প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যায় ডিপ্লোমা
ডিপ্লোমা ইন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন
পালমোনারি মেডিসিনে ডিপ্লোমা
স্পোর্টস মেডিসিনে ডিপ্লোমা
হাসপাতাল প্রশাসনে ডিপ্লোমা
ইমিউনোহেমাটোলজিতে ডিপ্লোমা
মাইক্রোবায়োলজিতে ডিপ্লোমা
ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক্স
ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি
ডিপ্লোমা ইন প্যাথলজি
ডিপ্লোমা ইন নিউক্লিয়ার মেডিসিন
রেডিওথেরাপিতে ডিপ্লোমা
স্পোর্টস মেডিসিনে ডিপ্লোমা
ইত্যাদি
বার্ষিক ইনকাম কেমন হবে?
🔺 এমবিবিএস-এর জন্য বছরভিত্তিক বেতন
বেতন থেকে অভিজ্ঞতা (বছরে) বেতন স্কেল
0-6 বছর 3 থেকে 4 লক্ষ প্রতি বার্ষিক 6 থেকে 8 লক্ষ
6-12 বছর 8 থেকে 10 লক্ষ বার্ষিক 10 থেকে 12 লক্ষ প্রতি বছর
12-20 বছর 12 থেকে 15 লক্ষ বার্ষিক 15 থেকে 18 লক্ষ প্রতি বছর।